বেকার

বেকার
মৈনাক শিশির

বেকার হলে হয় যা তা,
এই সমাজেরই প্রথা ।
শুনি শুনি লোকমুখে,
ভাত ক্ষুদায় মরে ধুকে ।
বেকার পায়না যথাসম্মান,
টাকারমানুষ করে অপমান ।
টাকায় টাকায় বাড়ি-গাড়ি,
বেকার ঘরেই শুন্য হাড়ি ।
সুযোগ বুঝে লাগায় সবে,
বেকারকে দিয়ে এটা হবে ।
চাইনা আর বেকার থাকতে,
এই সমাজে চাকরি থাকতে ।
তাইতো খুজি দ্বারে দ্বারে,
যদি মেলে চাকরি ঘাড়ে ।

No comments

Powered by Blogger.